নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু (ভিঢিও)
নওগাঁ : নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহা সড়কে পুঁইয়া নামক স্থানে ট্রাকের চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলাসাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামের মৃত আফছার আলীর ছেলে আব্দুস সালাম (৪৫)তার ছেলে তৌফিক (২৭) ও পত্নীতলা উপজেলার নজিপুর মহল্লার তৌফিকের বন্ধু আহাদ আলীর ছেলে রনি (২৭)।
পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তি জানান, মোটরসাইকেল আরোহীরা পত্নিতলার নজিপুর বাজার থেকে মহাদেবপুরে যাচ্ছিলেন। এসময় পত্নীতলা ব্র্যাক অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা একটি মাল বোঝায় ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ৩ জনের। এদিকে খবর পেয় পুলিশে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে মৃতদেহ গুলো উদ্ধারের কাজ করছে।
কোন মন্তব্য নেই