Header Ads

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু (ভিডিও)

📹 https://www.youtube.com/watch?v=WofIzZmbRG0ভিডিও
নওগাঁ : নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই  যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের বাইপাস সেতু-ডিগ্রির মোড় সড়কের কোমাইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ শহরের আরজী নওগাঁ দপ্তরী পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শোয়েব আহমেদ (৩২) এবং নওগাঁ সদর উপজেলার চক-আতিথা গ্রামের রেজাউন্নবীর ছেলে অনিক আহমেদ (২৮)। তাঁরা দুইজন বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে একটি টাক্টর ডিগ্রির দিকে যাচ্ছিল। টাক্টরটি ডিগ্রির মোড়-বাইপাস সড়কের কোমাইগাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। টাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।



নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনার নিহত দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। টাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক মাথায় আঘাত লেগেছে। এতে দুইজনেরই মাথার মগজ বের হয়ে পড়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.