Header Ads

নওগাঁয় নিখোজের ৩দিন এক যুবকের পর লাশ উদ্ধার


নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁ শহরের বরেন্দ্র অফিসের পিছনের বাঙ্গাবাড়ীয়া মহল্লার একটি ডোবা  থেকে সুমন হোসেন নামের এক যুবকের নিখোজের ৩দিন পর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সুমন শহরের ইদুর বটতলীর মন্ডলপাড়া মহল্লার নূর ইসলামের পুত্র।

 নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ তোরিকুল ইসলাম জানান, আজ বিকেল ৩টার সময় স্থানীয় লোকজন উক্ত ডোবার ভিতর থেকে কচুরীপানার ভিতর থেকে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। খবরটি শহরে ছড়িলে পড়লে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করে। পুলিশের ধারনা তাকে কেহ হত্যা করে লাশ ডোবাতে ফেলে রাখে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ বাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.