ভরা বাজারে জনসম্মুখে ছুরিদিয়ে কুপিয়ে হত্যা। পরিবারের আহাজারি
নওগাঁ প্রতিনিধি : চার কাপে তর্ক বিতর্ক। এক পর্যায় প্রকাশে জন সম্মুখে ছুরিকাঘাতে হত্যা। চা ষ্টোরের মানুষ কিছু বুঝে ওঠার আগেই ছুরি চালানো হয়েছে কয়েক বার।
এমন ঘটনা ঘটেছে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে। শনিবার সকাল সোয়া ১০টায় কির্ত্তীপুর বাজারে ইউনিয়ন পরিষদের মোড়ে সায়েন সিদ্দিক সেতু নামের এক যুবক একই এলাকার তোজাম্মেল হোসেনের পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
এমন ঘটনা ঘটেছে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে। শনিবার সকাল সোয়া ১০টায় কির্ত্তীপুর বাজারে ইউনিয়ন পরিষদের মোড়ে সায়েন সিদ্দিক সেতু নামের এক যুবক একই এলাকার তোজাম্মেল হোসেনের পেটে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।
এসময় তোজাম্মেল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এক গ্রাম পুলিশ প্রায় তিন কিলোমিটার দৌড়ে খুনি সেতুকে আটক করতে সক্ষম হয়। পরে পুলিশের কাছে সোর্পদ করে তাকে। আটক সেতু সদর উপজেলার আতিথা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে।
জানা যায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি জমা বিরোধ চলে আসছে। প্রথমিক ভাবে হত্যার কারণ এটি ধরা হলেও অনেকেই বলছেন এর পিঠনে কোন নারী ঘটিত ব্যাপার।
কোন মন্তব্য নেই