নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে চ্যানেল ২৪ এর বর্ষপূর্তি পালিত
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ : নওগাঁয় বর্নাঢ্য র্যালী ও আলোচনার মধ্যদিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের জেলা প্রেস ক্লাব চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, স্থানীয় কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিওসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাতে প্রেস ক্লাব মিলনায়তনে বর্ষপূর্তির কেক কাটবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের এমপি সাধন চন্দ্র মজুমদার ও জেলা প্রশাসক মিজানুর রহমানসহ আলোচনায় অংশনেয়া অতিথী বৃন্দ।
কোন মন্তব্য নেই