Header Ads

নওগাঁয় আলোকিত সকাল এর অনলাইন পোর্টাল এর উদ্বোধন


আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:  


নওগাঁঁ : বহুল প্রচারিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন পোর্টাল এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১২ টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে  এর উদ্বোধন করা হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েশ উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথী নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (এমপি) এন্টার কী ক্লিক করে পত্রিকাটির অনলাইন পোর্টালের উদ্বোধন করেন।

জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার অনলাইন পোর্টাল (ওয়েবসাইট) চালু করায় পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

বিশেষ আতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুজিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন প্রমুখ।

সময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেলসহ স্থানীয় কমিউনিটি বরেন্দ্র রেডিও স্টেসন ম্যানেজার সূব্রত সরকার, জেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.