Header Ads

রাণীনগরে সাংবাদিক ও ডিএসবির নাম ভেঙ্গে টাকা হাতিয়ে নিলো ওয়ার্ড আ’লীগ নেতা



মো: আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংবাদিক ও ডিএসবির নাম ভেঙ্গে ৬ হাজার টাকা হাতিয়ে নিলো ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: জহুরুল ও তার সহযোগীরা। সোমবার সকালে উপজেলার চামটা গ্রামের ববিতা আক্তার নামের এক মেয়ের কাছ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছে। মো: জহুরুল চামটা গ্রামের দিলবরের ছেলে ও উপজেলার বড়গাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।

জানা গেছে, উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা গ্রামের হরিতলা পুকুরপাড়ার আমজাদ এর মেয়ে মোছা: ববিতা আক্তার পার্শবতী শফিকপুর গ্রামের মো: হাকিমের ছেলে তার প্রেমিক মো: রকিবকে বিয়ে করার দাবিতে গত শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী তার বাড়িতে ও রাস্তায় অনশন করে।এ ঘটনায় রবিবার রাতেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা শালিশ ডেকে মেয়েকে ২৩ হাজার টাকা দিয়ে অনশনের ঘটনাটি ধামাচাপা দেয়। এরপর সোমবার সকালে ববিতার কাছ থেকে বড়গাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জহুরুল ও তার ৪-৫ জন সহযোগীরা সাংবাদিক ও ডিএসবির নাম ভেঙ্গে ৬ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানান ববিতা।

এ বিষয়ে বড়গাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জহুরুলকে বার বার বলেও তিনি কোন প্রশ্নের উত্তর দেননি।

এ বিষয়ে রাণীনগর উপজেলায় কর্মরত ডিএসবি মো: কামাল বলেন, এঘটনায় আমি কিছু জানি না। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.