Header Ads

শিশু দিবসে নওগাঁয় পিকাপের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু



নওগাঁ: নওগাঁ মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকায় পিকাপের ধাক্কায় নাজমুল হুদা () নামে এক ২য় শ্রেনী শিক্ষার্থী নিহত হয়েছে।

রবিবার ( অক্টোবর ) দুপুরে এ ঘটনাটি ঘটে। নাজমুল হুদা উপজেলার হর্সিউজানি গ্রামের মুক্তার হোসেনের ছেলে এবং চকগৌরী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে স্কুল শেষে নওগাঁ -রাজশাহী মহাসড়ক হয়ে বাড়িতে ফিরছিল নাজমুল। সময় নওগাঁ থেকে মহাদেবপুর গামী একটি পিকাপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বেশ ঘাতক গাড়িটি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এবং ঘাতক পিকআপটি আটক করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.