Header Ads

ভাড়া কারা লোক নিয়ে শো-ডাউন


বরেন্দ্র ডেক্স : নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে আওয়ামীলীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ড. আখতারুল আলমের  ভাড়া করা লোক নিয়ে নির্বাচনী শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে শো-ডাউনটি শুরু হয়ে ধামইরহাট ও পতœীতলা উপজেলা বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। 

শো-ডাউনে আসা একাধিক লোকের সাথে কথা বলে জানাযায়, তারা এসেছে টাকার বিনিময়ে। তাদেরকে আগের দিন শো-ডাউনে আসার জন্য মাথা প্রতি দেয়া হয়েছে ২০০ টাকা করে। আর মোটরসাইকেল নিয়ে গেলে তেল খরচ বাবাদ দেয়া হয়ে আও ৫০০ টাকা করে আর দেয়া হবে দুপুরের খাবার। এমন চুক্তিতেই এসেছে তারা। ভাড়া করা লোকদের বহন করার জন্য ছিলো শতাধিক অটোরিক্সা, চার্জার, লছিমন ও করিমন (ভটভটি)। এ সময় ওই শো-ডাউনে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ. রউফ ছাড়া তেমন উল্লেখযুগ্য কোন আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

আরানগড় ইউনিয়ন থেকে শো-ডাউনে আসা এক ব্যাক্তি বলেন, এ সময়ে হাতে কোনই কাজ নেই। বাড়িতে বসে বসে সারা দিন যায়। গত কাল আমাকে এ শো-ডাউনে আসতে বললে আমি ভাবলাম বাড়িতে বসে না থেকে শো-ডাউনে গেলে ২০০ টাকা পাওয়া যাবে, দুপুরে খাবার পাওয়া যাবে তার চেয়ে বড় কথা সারাদিন ঘোরা হবে তাই রাজি হয়ে গেলাম। ভোট কাকে দিবো না দিবো তা মনে রয়েছে।

এ বিষয়ে মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ড. আখতারুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এতো লোককে টাকার বিনিময়ে ভারা কারা হয়নি। তারা নিজের ইচ্ছেতেই এসেছে।

আওয়ামীলীগ সরকার যদি কোন কারণে তাকে মনোনয়ন না দেন সে ক্ষেত্রে যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবেন কি না এমন প্রশ্ন বার বার করলেও ড. আখতারুল আলম তার উত্তর না দিয়ে তিনি বার বার বলেন সেই পাবেন আওয়ামীলীগের মনোনয়ন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.