Header Ads

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) শুরু (ভিডিও)



নওগাঁ : বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবল খেলার প্রশাসনিক সংস্থা। ১৯৭২ সালে বাংলাদেশফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। দুই বছর পর ১৯৭৪ সাল থেকেই এটি পেয়ে যায় এএফসি  ফিফার সদস্য পদ। সেই থেকে দেশে ফুটবলের পথ চলা। এরি ধারাবাহিকতায় এখন দেশজুরে চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)। 

নওগাঁ জেলার ধামইর হাটেও গতকাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এম,পি এই টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ধামইরহাট পৌর ছাত্রলীগের বর্ণাঢ্য ডিসপ্লে, ফেষ্টোন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জমকালো আয়োজনের ও ফুটবল খেলা দেখতে মাঠে জর হয় হাজারও দর্শক।

উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিজ্জামান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আলপনা ইয়াসমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক আলহাজ আজাহার আলীপ্রমুখ।

যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৮টি দল পর্যায়ক্রমে খেলায় অংশগ্রহণ করবে। আগামী ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.