পুলিশী বাধা উপেক্ষা করে নওগাঁয় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁ : পুলিশী বাধা উপেক্ষা করে নওগাঁয় বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে শহরের তিনটি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নওগাঁ নওজোয়ান মাঠে এসে জড়ো হয়।
বেলা ১২টার সময় নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও মিছিলে বিএনপি, যুবদল, ছাএদল ও মহিলা দলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।#
কোন মন্তব্য নেই