Header Ads

একুশে পরিষদের ২৫ বছর পূর্তিতে ২৫ হাজার কৃষ্ণ চূড়া ও রাধা চূড়া গাছের চারা রোপণ



নওগাঁ : নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল শনিবার গাছের চারা রোপণের মধ্য দিয়ে সংগঠনটির মাস ব্যাপী কর্মসূচি শুরু হয়।
একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫০০ গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল সকালে নওগাঁ শহরের বাইপাস সড়কের আব্দুল জলিল শিশু পার্ক মোড়ে রাস্তার পাশে কৃষ্ণ চূড়া ও রাধা চূড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সাবেক সাংসদ ওহিদুর রহমান, শরিফুল ইসলাম খান, সভাপতি ডিএম আব্দুল বারী প্রমুখ।
একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা বলেন, গতকাল (১ সেপ্টম্বর) থেকে শুরু হওয়া মাস ব্যাপী উৎসবসূূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, নৌকাবাইচ, ২৫ জন গুণীজনকে সংবর্ধনা, লাঠিখেলা, আলকাপের গান, ব্রতচারী নৃত্য, পুকুরে ডুব প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। এসব কর্মসূচিতে নওগাঁর সকল স্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা ও নওগাঁ জেলার গণহত্যার ইতিহাস নিয়ে বিশেষ প্রকাশনা বের করা হবে।
১৯৯৪ সালের সেপ্টম্বর মাসের কোনো এক দিন ভাষা সংগ্রামী এম এ রকিব, অধ্যাপক মাহফুজুর রহমান, জাহিদ রাব্বানী রশিদ সহ কিছু সমমনা ব্যক্তির একুশে পরিষদ নওগাঁর যাত্রা শুরু হয়। শুরুতে শুধু একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন ও নওগাঁর ভাষা সংগ্রামীদের খুঁজে বের করে তাঁদেরকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম সীমাবদ্ধ ছিল। তবে পরে আরও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা-ের মধ্যে জড়িয়ে পড়ে সংগঠনটি।
একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, ‘এ সংগঠনের সবচেয়ে বড় অর্জন হলো ভাষা সংগ্রমাীদের খুঁজে বের নতুন প্রজন্মের কাছে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া এবং নওগাঁর আনাচে-কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন বধ্যভূমি খুঁজে বের করা। এ পর্যন্ত ৩৯টি বধ্যভূমি খুঁজে বের করেছি আমরা। কিছু বধ্যভূমিতে পরিষদ নিজ অর্থায়নে স্মৃতিফলক করে দিয়েছে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.