মান্দায় মাদক বিরোধী অভিযানে আটক ১৫ (ভিডিও)
নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার সতিহাটে এ অভিযান চালানো হয়। অভিযানে সতিহাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও চোলাই মদ জব্দ করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় এ অভিযান চালানো হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেল এসপি হাফিজুর রহমান, মান্দা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহাবুব আলম ও পুলিশের অন্যান্য সদস্যরা।
অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, সারা দেশের মাদক নির্মূলের অংশ হিসেবে নওগাঁকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে মান্দায় এ অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।
কোন মন্তব্য নেই