Header Ads

মান্দায় মাদক বিরোধী অভিযানে আটক ১৫ (ভিডিও)


নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। উপজেলার সতিহাটে অভিযান চালানো হয়। অভিযানে সতিহাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি চোলাই মদ জব্দ করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় অভিযান চালানো হয়।

মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মান্দা সার্কেল এসপি হাফিজুর রহমান, মান্দা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহাবুব আলম পুলিশের অন্যান্য সদস্যরা।

অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, সারা দেশের মাদক নির্মূলের অংশ হিসেবে নওগাঁকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে মান্দায় অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ী সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.