নারী সাংবাদিক সুবর্ণা নদীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বরেন্দ্র ডেক্স : আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে নিজ বাসার সামনে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে নওগাঁয় ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁ জেলার সাংবাদিক বৃন্দরা।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, সাবেক সভাপতি নবির উদ্দিন, এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম ও আনন্দটিভি’র নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
কোন মন্তব্য নেই