Header Ads

প্রেমিকের সাথে উলুঙ্গ ছবি তুলে অর্থ আদায় এ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ (ভিডিও)

বরেন্দ্র ডেক্স : এই ৪ তরুনীর টার্গেট ধনাঢ়্য ব্যক্তি বা ব্যাক্তির সন্তান। আর ছেলে ৪টি তাদের সহযোগী বন্ধু। ছেলে বন্ধুদের কাজ অর্থশালী ব্যাক্তি বা তাদের সন্তানের ফোন নম্বর সংগ্রহ করে বান্ধবিদের দেয়া। এর পর শুরু হয় রংনম্বরের খেলা। প্রথমে কল করে রংনম্বর বললেও পরে বিভিন্ন আঙ্গিকের। ধিরে ধিরে সংপর্ক হয় গভীর। আর ফোনের নেয়া দেয়া হয় মোনের। জুমে ওঠে প্রেম। আর এই প্রেমের ফাদে ফেলেই ঘনিষ্ঠ সংপর্কের জন্য ডাকা হয় বাসাতে। বাসাতে ডেকে এক পর্যায়ে বিবস্ত্র হন দুজনেই। এর এরি ফাকে ছেলে বন্ধুদের দেয়া হয় সিংনাল। তারা এসে কোন কথা ছাড়াই দুজনের উলুঙ্গ ছবি তোলে হয় বিভিন্ন অংগেলে। সেই ছবি ফেইসবুকবা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে দাবী করা হয় মোটা অংকের অর্থ। এই চক্রটির এমন কাজ চলছিলো দীর্ঘদিন ধরেই।
তবে কথাই রয়েছে চোরের ১০ দিন গিরস্তের ১ দিন।

আজ শুক্রবার এই চক্রের ৪ তরুনী ও ৪ যুবককে গ্রেফতার সকরেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পার-নওগাঁ দক্ষিনপাড়া মহল্লার মৃত শহিদুল ইসলামের মেয়ে শান্তা খাতুন, নিপা খাতুন, সšধ্যা খাতুন, আদমদিঘিী উপজেলার কেল্লা গ্রামের সিরাজুল ইসলামের কন্যা রিয়া খাতুন  এবং এদের সহযোগি যুবকরা হলো হারুন মন্ডল, আরিফ হোসেন, নুর ইসলাম নোবেল এবং আফজার হোসেন। যুবকদের সকলের বাড়ি নওগাঁ সর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ফতেপুর গ্রামে।
 
নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ ম্ঃো আব্দুল হাই জানান গ্রেফতারকৃতরা যে কোন ধনাঢ়্য ব্যক্তিকে টার্গেট করে মোবাইল ফোন নম্বর সংগ্রহহ করে তাদের প্রথমে প্রেমের অফার দিয়ে বাড়িতে ডাকে। এই ডাকে কেউ কেউ সারা দিয়ে ফেঁসে যায়। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হয়। এবং তাদের ছেলে সহযোগিদের ফোন করে। ত্রাা এসে তাদের বিবস্ত্র অবস্থায় বিভিন্ন আংগিকে ছবি তোলে। ছবি ফেইসবুকবা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.