নওগাঁর আত্রাই আণীনগরে শেখ রফিকুল ইসলাম রফিক নির্বাচনী শো-ডাউন
বরেন্দ্র ডেক্স : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর আত্রাইয়ে কয়েক হাজার নেতাকর্মীসহ মটর সাইকেল, মাইক্রো ও কাভার ভ্যানসহ শোডাউন ও পথ সভা করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামী লীগ থেকে এম’পি মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুল ইসলাম রফিক।
গতকাল সোমবার দিনব্যাপী এ শোডাউন করেন তিনি। সকালে আত্রাই উপজেলার আহসান গঞ্জ স্কুল মাঠ থেকে কয়েক হাজার নেতাকর্মী মটর সাইকেল, মাইক্রো ও কাভার ভ্যানসহ শো-ডাউনের যাত্র শুরু কের পুরো আত্রাই – রাণীনগর ঘুরে পুনরাই সেখানে এসে শেষ করেন।
পথসভায় তিনি বলেন, এই আসনে মনোনয়ন কে পাবেন তা এক মাত্র প্রধান মন্ত্রীই বলতে পারবেন। তবে মনোনয়ন বড় কথা নয়, নৌকার বিজয়ই আমার মূল উদ্দেশ্য । আমি প্রধান মন্ত্রীর উন্নয়নের বার্তা ও নৌকার বিজয়ের প্রচারের জন্য আমি মাঠে নেমেছি। তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ভেদাভেদ ভুলে একসাথে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে।
কোন মন্তব্য নেই