নওগাঁয় অটোবাইক চালকে শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইক ছিনতাই
bIMuv: নওগাঁয় অটোবাইক চালক মনোয়ার হোসেন ওরফে টুটুল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুন)বেলা ১১টায় সদর উপজেলার সিংবাচা পশ্চিম পাড়া গ্রামের পাশে ভ’ট্টার ক্ষেতে এলাকাবাসীরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মনোয়ার শহরের ভবানীপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে।
মনোয়ারের বাবা রুবেল জানান, সে ওই মহল্লার আজিজুল হকের অ্েটাবাইক চালাতো। প্রতিদিনের মত গতকালও মনোয়ার অটোবাইক নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরে নাই। অনেক খোজাখুজি করে রাতে পায় নাই। আজ লাশের খবর পেয়ে গিয়ে দেখে তার ছেলে লাশ। কিন্তু অটোবাইক আর খুজে পায় নাই।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাসএল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে অটোবাইক নিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই