Header Ads

সফাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা



নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে উন্মুক্ত বাজেট ঘোষণার করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কোমান্ডার মো: মোহসিন আলী। ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল আলম বাচ্চুু।

এ সময় উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়ন পরিষদের আগামী অর্থ বছরের মোট ২ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৪শ ২০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সফাপুর ইউনিয়ন পরিষদের সচিব আমিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সাত্তার, কামরুল ইসলাম, পারুল আক্তার, তহমিনা আখতার, সাজেদা বেগম, আব্দুল খালেক, জিয়াউর রহমান, আবু সায়েমসহ সকল ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিকসহ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.