পত্নীতলায় এসিল্যান্ডের স্বাক্ষর নকল করে জমি নিজ নামে করলো সাবেক কাউন্সিল
সিয়াম সাহারিয়া, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর :পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম এর স্বাক্ষর জাল করে ব্যক্তি মালিকাধীন ৯১ শতক জমি নিজ নামে নামজারি করে নেওয়ার অভিযোগ উঠেছে নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আবু সুফিয়ানের বিরুদ্ধে।
এ ঘটনায় জমি মালিক বিল্পব সরকার ও ডা: মোসলেম উদ্দীন এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভাবিচা মৌজায় ৯১ শতক জমির ওয়ারিশ সূত্রে মালিক নেওটা গ্রামের বিপ্লব সরকার ও ক্রয় সূত্রে মালিক কোতালী গ্রামের ডা: মোসলেম উদ্দীন দীর্ঘদিন ধরে ভোগ-দখল করে আসছেন।
কিন্তু নজিপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আবু সুফিয়ান গত ২৪/০৪/২০১৮ তারিখে নিজের নামে একাধিক নামজারি খতিয়ান দেখান।
বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) এর নজরে আসে এবং উপ-সহকারী আব্দুল মান্নান তদন্ত করে ২৪/০৫/২০১৮তারিখে নামজারি যথাযথ না হওয়ায় বাতিলের জন্য সুপারিশ করেন। এরপর গত ২৫/০৫/২০১৮ তারিখে নামজারি মামলাটি যাচাই বাছাই শেষে ভূয়া প্রমাণিত হওয়ায় তা বাতিল করে দেন।
এ বিষয়ে জমির মালিক বিপ্লব সরকার ও ডা: মোসলেম উদ্দীন বলেন, এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে আমাদের জমি নিজ নামে খারিজ করে নেন আবু সুফিয়ান। খারিজটি যাচাই বাছাই শেষে ভূয়া প্রমাণিত হওয়ায় বাতিল করা হলেও জালিয়াতির জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম বলেন, খারিজটিতে আমার স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় তা বাতিল করা হয়েছে এর সাথে বড়ধরণের প্রতারণা জড়িত। যারা কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই