নওগাঁয় সাংবাদিক আসাদুর রহমান জয়ের মায়ের মৃত্যু
নওগাঁ : এনটিভি ও আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক আসাদুর রহমান জয়ের মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
গতকাল সোমবার সকাল ১০ টায় নওগাঁ শহরের পর নওগাঁ মেরীগোল্ড পাড়া মহল্লায় নামাজে জানাযা শেষে তাঁকে সরকারী কবরস্থানে দাফন করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুম আনোয়ারা বেগম নওগাঁ শহরের পার নওগাঁ মেরিগোল্ড পাড়া মহল্লার বাসিন্দা আফাজ উদ্দিনের স্ত্রী ও সাংবাদিক আসাদুর রহমান জয়ের মা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দির্ঘদিন ধরে জয়ের মা ডায়বেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।
গত শনিবার ( ২ জুন) রাতে হঠাৎই শারীরিক অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়।
এদিকে সাংবাদিক আসাদুর রহমান জয়ের মাতার মৃত্যুতে নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন সাধারন সম্পাদক মীর মোশাররফ হোসেন জুয়েলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


কোন মন্তব্য নেই