বদলগাছি বিএনপি’র মতবিনিময়সভা অনুষ্ঠিত (ভিড়িও)
বরেন্দ্র ডেক্স : নওগাঁ’র বদলগাছি উপজেলা বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে গতকাল রবিবার বিকাল ৪টা থেকে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ফজলে হুদা বাবুল।
সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবী সাংগঠনিকভাবে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ আনিছার রহমান, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী, আব্দুল আজিজ ও মোঃ আল এমরান, সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাদি চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন চৌধুরী, ১নং সদস্য এস এম জাকিতুল্যাহ, উপজেলা জাসাসের সভাপতি মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউন নবী সান্তু এবং উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আবুল কালঅম আজাদ।
এ সভায় উজেলা এবং সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। বক্তাগন বলেন বর্তমান সরকার ইতিমধ্যে স্বৈরাচার বলে প্রতীয়মান হয়েছে। কোন স্বৈাচারের স্থান এদেশে হয় নি। এদেরও দাপট চিরদিন থাকবে না। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে অবশ্যই আগামী নির্বাচন সম্পন্ন হবে বলে নেতৃবৃন্দ দৃঢ়ভাবে অঙ্গিকার ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই