রাস্তার পাশে চালকলের রাখা ছাইয়ে দগ্ধ হয়ে প্রাণ গেলো সাংবাদিকের মেয়ে গৌরী মহন্তের (ভিডিও)
বরেন্দ্র ডেক্স : রাস্তার পাশে চালকলের রাখা ছাইয়ে দগ্ধ হয়ে প্রাণ গেলো সাংবাদিকের মেয়ে গৌরী মহন্তের। একটি দ্রুতগামী ট্রলিকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে রাখা চালকলের ছাইয়ে দগ্ধ হন গৌরী মহন্ত। ১৫ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়াই করে আজ চলে যান না ফেরার দেশে। রাস্তার পাশে ছাই রাখার বিষয়ে প্রশাসনকে বার বার বলা হলেও বরাবরই প্রশাসন শুধু দিয়ে গেছেন আশ্বাস।
গত ২০ মার্চ নওগাঁর মহাদেবপুর উপজেলার কুঞ্জবন এলাকায় বাড়ির সামনে রাস্তার পাশে রাখা চালকলের ছাইয়ে দগ্ধ হয় স্থানীয় সাংবাদিক গৌতম মহন্তের মেয়ে গৌরী মহন্ত। ঘটনার দিন সকালে বাজার শেষে বাড়ি ফেরার সময় গ্রামের রাস্তায় একটি দ্রুতগামী ট্রলিকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে রাখা চালকলের ছাইয়ে পড়ে যান গৌরী মহন্ত। স্থানীয়রা দেখেতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরী মহন্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। চিকিৎসক জানান গৌরী মহন্তের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
এ উপজেলায় ছোট বড় সাড়ে ৪শ চালকল রয়েছে। প্রত্যেকটি চালকলই গড়ে উঠেছে রাস্তার পাশে। আর তাদের চালকলের ছাই ফেলা হয় রাস্তার পাশে। এ বিষয়ে প্রশাসনকে বার বার বলা হলেও কোনই পদক্ষেপ নেয়নি প্রশাসন। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাশিনতার কারণেই ঘটছে এমন দূর্ঘটনা।
প্রশাসনের সাজানো কথা। চালকল মালিকদের সাথে কথা বলা হয়েছে। খুব
দ্রুতই রাস্তার পাশ থেকে ছাই সরানো হবে। আর তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে চালকলমালিকদের
বিরুদ্ধে বললেন এই কর্মকর্ত। মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁ
রাস্তার পাশ থেকে ছাই সড়িয়ে নেয়া হবে নিরাপদ স্থানে। যাতে আর
কোন গৌরী ছাইয়ের আগুনে না পোড়ে এমনটিই দাবী স্থানীয়দের।
কোন মন্তব্য নেই