Header Ads

চিকিৎসাকের উদাসীনতায় মৃত্যু হলো ডিবিসি নিউজ-এর নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদার

এ.কে, সাজু, নওগাঁ : নওগাঁ’র প্রতিশ্রুতিশীল সাংবাদিক ডিবিসি নিউজ-এর জেলা প্রতিনিধি নাজমুল হুদা আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার বগুড়া জিয়াুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)

নওগা্ ঁজেলা প্রেসক্লাবসূত্রে জানা গেছে গত শুক্রবার বেলা ১০টায় নওগাঁ’র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে যে র‌্যালী বের করে তার নিউজ কাভারেজ করার জন্য ফুটে সংগ্রহ করছিলেন।  বেলা অনুমান সাড়ে ১০টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায়  আড়াই ঘন্টা চিকিৎসা প্রদানের পর চিকিৎসক তাকে অন্যত্র স্থানান্তরের পরামর্শ প্রদান করেন। সেই অনুযায়ী তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা অনুমান পৌনে ৩টায় তিনি মৃতুবরন করেন। 

পারিবারিকসুত্রে জানা গেছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যুর পর পিতা মাতা, ৩ ভাই, স্ত্রী, দুই কন্যাসহ বহু সংবাদিক সহকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, গুনগ্রাহী রয়ে গেছেন।
অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান এই সাংবাদিকেন অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নওগাঁ শহরে শোকের ছায়া নেমে আসে। তাকে এক নজর দেখার জন্য সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ তাঁর খাস-নওগাঁ’র বাসভবনে এসে ভীড় জমান। 
পারিবারিকভাবে জানানো হয়েছে আজ শনিবার বেলা ১০টায় খাস-নওগাঁ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাঁকে দাফন করা হবে।
এদিকে নওগাঁ’র সাংবাদিকরা তাঁর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কর্ত্তৃপক্ষের প্রতি উদাসীনতার অভিযোগ এনেছেন। তাঁকে হাসপাতালে ভর্তির পর পরই প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন তত্বাবধায়ক ডাঃ রওশন আরা’কে মোবাইল ফোনে জরুরী ভিত্তিতে একজন কার্ডিওলজিষ্টকে হাসাপাতলে প্রেরনের অনুরোধ করেন। কিন্তু দুইঘন্টা অতিবাহিত হলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠানো হয় নি। অন্যত্র স্তানানন্তরের কোন পরামর্শ না দিয়ে দুই ঘন্টারও বেশী সময় ধরে একজন সাধারন মেডিক্যাল অফিসার চিকিৎসা প্রদান করেন। দ্রুত স্থানান্তর না করে এখানে চিকিসার নামে সময় ক্ষেপন করা হয়েছে বলে প্রেসক্লাব ক্ষোভ প্রকাশ করেছে।
নওগাঁ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ সাংবাদিক নাজমুল হুদার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে তাঁরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.