Header Ads

চাঁদার টাকা না পেয়ে কলেজ অধ্যক্ষকে পিটালের চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি


(ইউএনবি) চাঁদার দাবিতে কলেজ অধ্যক্ষ . জাহেদকে মারধরের পর এবার ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদকে ২০ লাখ টাকা চাঁদার জন্য মারধর করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। মারধরের ঘটনায় সিসিটিভিতে ধারণ করা ভিডিও ফুটেজ ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।
গত ১৭ ফেব্রুয়ারি মারধরের ঘটনাটি ঘটে।

১৯ এপ্রিল, বৃহস্পতিবার মারধরের শিকার রাশেদ নগরীর পাঁচালাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
বিষয়ে রাশেদ বলেন, ‘রনি গত ১৭ ফ্রেব্রুয়ারি আমার জিইসি মোড়ের কার্যালয়ে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তিনি আমাকে মারধর করেন। পরে ১৩ এপ্রিল রনি তার মুরাদপুরের কার্যালয়ে ডেকে নিয়ে আমাকে আবারও মারধর করেন। সেই সাথে ওই দিন রাতে তিনি বাসায় সন্ত্রাসী পাঠিয়ে আমার আমার স্ত্রীর পাসপোর্ট এবং ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।
তবে নুরুল আজিম রনি বলেন, ‘রাশেদের সাথে আমার কোচিং ব্যবসা রয়েছে। আমরা অংশীদার। তিনি আমার সাড়ে লাখ টাকা মেরে দিয়েছেন। নিয়ে তার সাথে আমার বিরোধ। তবে বর্তমানে সম্পর্ক ভালো হয়ে গেছে।
রনি আরও দাবি করেন, ‘দুই মাস আগের ওই ঘটনা কোনো চাঁদা চাওয়ার বিষয় না হলেও একে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ পুলিশকে চাপ দিয়ে মামলা করিয়েছে।
বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমহিউদ্দিন মাহমুদ বলেন, ‘ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
মার্চে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বেসরকারি চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ . জাহেদকে মারধর করেন রনি। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ঘটনায় চকবাজার থানায় রনিসহ তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.