Header Ads

পুত্রবধূর পরকীয়া ।। অসামাজিক কাজে লিপ্ত। দেখে ফেলায় জীবন দিতে হলো শ্বাশুড়ীকে




ডেক্স : পুত্রবধূর পরকীয়ায় বাধা দেওয়ায় জীবন দিতে হলো শ্বাশুড়ীকে। বৃহস্পাতিবার ভোরে নওগাঁর রানীনগর উপজেলার বিশিয়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বিশিয়া গ্রামের বাসিন্দা সিরাজুলের স্ত্রী ফরিদা বেওয়া, স্বামীর মৃত্যুর পর ছেলে ফরিদুল ছেলে বৌ সাবিনাকে নিয়ে একই বাড়িতে বসবাস করছিলো। বুধবার রাতে কেবা কারা সাবিনার ঘরে ঢুকে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। বিষয়টি শ্বাশুড়ী জানতে পারলে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় ফরিদুল বাড়িতে ছিলো না। গ্রামবাসীর দাবি আগে থেকেই পরকীয়ায় লিপ্ত ছিলো সাবিনা। নিয়ে গ্রামে শালিশও হয়েছে কয়েকবার। 


এদিকে ঘটনার পর খবর পেয়ে পুলিশ ফরিদার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। একইসাথে নিহতের পুত্রবর্ধ সাবিনাসহ জনকে আটক করেছে রানীনগর থানা পুলিশ। থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.