নওগাঁয় পিকনিকের বাস উল্টে নিহত ২ আহত ৪০
নওগাঁ : নওগাঁয় একটি পিকনিকের বাস উল্টে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন অভিভাবক ও ছাত্রছাত্রী। আহতদের নওগাঁ ও রাজশাহী হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।
নওগাঁ সদর থানার পুলিশ জানিয়েছে সন্ধ্যা অনুমান সাড়ে ৬টায় শহর বাইপাস সড়কে তুলশীগঙ্গা ব্রীজের সন্নিকটে এই দুর্ঘটানাটি ঘটেছে।
সুত্র জানায় জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার মোলামগাড়ি ব্রাইট ফিউচার নামক একটি বেসরকারী স্কুলের শিÿক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে পিকনিক করতে নওগাঁয় আসে। প্রথমে তারা সান্তাহার সংলগআন বশিপুর শখের পলøী পার্ক ঘুরে ডানা পার্কে আসছিল। ঘটনাস্থলে বাইপাস সড়ক থেকে ডানা পার্কে আসার সংযোগ সড়কে নামতে গিয়ে তুলশীগঙ্গা নদীতে গভীর খাদে উল্টে যায়। ঐ বাসে মোট ৫৫ জন যাত্রী ছিল।
এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। তারা হলেন অভিভাবক জাহিদুল ইসলাম (৪৫) এবং বাবুর্চি লিটন (৩২)। আহত অবস্থায় প্রায় ৩০ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে নওগাঁ’র জেলা প্রাশাসক মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা তাদের সাথে ছিলেন। জেলা প্রশাসক বলেছেন আহতদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা এবং নিহতদের পরিবারকে সহাযোগিতা প্রদান করা হবে। পুলিশ সুপার বলেছেন পুলিশের পÿ থেকে সার্বিক পদÿেপ গ্রহন করা হয়েছে। রক্তের প্রয়োজন হলে পু“িলশ লাইনে সকল পুলিশ সদস্যদের রক্ত দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালের তত্বাবধায়ক বলেছেন বর্তমানে নওগাঁ হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তারা সবাই ভালো আছেন।
কোন মন্তব্য নেই