আত্রাইয়ে ভুয়া সিবিআই আটক
আত্রাইপ্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে
ভারতের কেন্দ্রীয়
গোয়েন্দা সংস্থা
সেন্ট্রাল ব্যুরো
অব নভেস্টিগেশনের
(সিবিআই) লোক
পরিচয় দেওয়া
সংস্থার ভুয়া
আইডি কার্ডসহ
মোঃ শামীম
হোসেন (৩০)
নামে এক
ব্যক্তিকে আটক
করেছে পুলিশ।
আটককৃত শামীম
হোসেন নাটোর
জেলার সিংড়া
উপজেলার দামকুড়ি
গ্রামের মো:
করিম প্রামানিকের
ছেলে।
জানা যায়,
আজ শনিবার
সন্ধ্যা সাড়ে
৭টার দিকে
গোপন সংবাদের
ভিত্তিতে আত্রাই
থানার এস
আই মো:
মোস্তাফিজুর রহমান
সঙ্গীয় ফোর্স
সহ আত্রাই
আাহসানগঞ্জ রেলওয়ে
স্টেশন এলাকায়
অভিযান চালিয়ে
আইডি কার্ডসহ
ভুয়া সিবিআই
কে আটক
করে।
এ ব্যাপারে
আত্রাই থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো:
মোবারক হোসেন
বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি আরো
জানান, এ
ঘটনায় তার
বিরুদ্ধে আত্রাই
থানায় মামলার
প্রস্তুতি চলছে।
কোন মন্তব্য নেই