বদলগাছীতে যাত্রীবাহী বাস পুকুরে আহত ৪০
বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর
বদলগাছীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুড়ে পড়ে গিয়ে অন্ত: ৪০
জন আহত হয়েছে। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া
হয়েছে। এরমধ্যে ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নওগাঁ সদর হাসপাতালে
স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের
রামপুর নাম স্থানে।
জানাযায়,
আজ মঙ্গলবার জে আর ডিলাক্ চট্র মেট্্েরা চ- ০৮৩০ নামক একটি যাত্রীবাহী বাস
জয়পুরহাট থেকে নওগাঁ আসার পথে সকাল ১০ টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের
রামপুর নামক স্থানে মোড় ঘুরাতে গিয়ে বাসের নিয়ন্ত্রন হারিয়েফেলে রাস্তার
পশ্চিম পার্শ্বে থাকা সাজিনার গাছে আটকিয়ে গিয়ে সাজিনার গাছ সহ বাসটি
পার্শ্বের পুকুরে ৩ থেকে ৪টি পল্ট খেয়ে উল্টে যায়। বাসটি পড়ে যাওয়া দেখতে
পেয়ে স্থানীয় এলাকাবাসী বাসের যাত্রীদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য
কমপ্লেক্্র হাসপাতালে পাঠান।
ঐ
জায়গার বসবাসকারী রেশমা ও লিটন বলেন, বাসটি জয়পুরহাট থেকে নওগাঁ যাচ্ছিল ।
বাস ভর্তি যাত্রী ছিল বাসটি মোড় ঘুরাতেগিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে
যাওয়া দেখে আমরা চিৎকার করে আশে পাশের লোকজনকে ডাক দেয়।
উদ্ধারকারী হাফিজুর, দিপু,রাজু সহ ১০ থেকে ১৫ জন জানান, বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুড়ে পড়ে গেলে আমরা প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী হাসপাতালে প্রেরণ করেছি । তবে এখানে কেউ মারা যায়নি।
উদ্ধারকারী হাফিজুর, দিপু,রাজু সহ ১০ থেকে ১৫ জন জানান, বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুড়ে পড়ে গেলে আমরা প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যক্তিকে উদ্ধার করে বদলগাছী হাসপাতালে প্রেরণ করেছি । তবে এখানে কেউ মারা যায়নি।
দুর্ঘটায়
আহতরা হলেন,মইনুল হক (২৯), আনিছুর রহমান (২৬), হারুন অর রশিদ (৩০), জাকির
(২৬), মাজেদা (৫৭), আজাদুল (৬০), প্রশান্ত (৩৫), অসিত (৩৬), বর্ষা (৮),
সুমুন (২৬), মারুফা (১৬), হেলাল (৬০), মোশারফ (৪০), আবুল (৫০), ফিরোজ
হোসেন, মোজাম্মেল হক, মোস্তাকিন (৬০), আনিসুর রহমান (২৫), ফারুক হোসেন (৩০)
সহ আঞ্জাতনামা ১০ থেকে ১১ জন ও নওগাঁ সদর হাসপাতালে গুরুত্বর অবস্থায়
স্থানান্তর করা হয়েছে ৮ জন কে।
প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান , বাসের ইস্টেয়ারিং ফেল করায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুড়ে উল্টে যায়। এ সময় বাসের ড্্রাইভার ও হেলপার আগেই লাফ দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন জানান , বাসের ইস্টেয়ারিং ফেল করায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পুকুড়ে উল্টে যায়। এ সময় বাসের ড্্রাইভার ও হেলপার আগেই লাফ দিয়ে পালিয়ে যায়।
বদলগাছী
থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ বদলগাছী
স্বাস্থ্য কমপ্লেক্্র হাসপাতালে আহতদের দেখতে যান । সেই সময় তাঁর সঙ্গে
ছিলেন থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন।
খবরপেয়ে প্রায় ১ ঘন্টা পর নওগাঁর ফায়ার সার্ভিস দুর্ঘটনা স্থলে পৌঁছে পুকুড়টি সেচ কর্য শুরু করেছেন।
এ রির্পোট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত আহত বাস যাত্রীদের কাহারো মৃত্যর খবর পাওয়া যায়নি।
এ রির্পোট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত আহত বাস যাত্রীদের কাহারো মৃত্যর খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই