৯৯৯ রক্ষা করলো অসহায়ের বসতবাড়ি
নওগাঁ প্রতিনিধি : ডিজিটাল সরকারের উন্নয়নে ৯৯৯ এর সুফল পেলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার এক হতদরিদ্রের একটি পরিবার।
জানা যায় উপজেলার মগিলিশপুর প্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ফেরদৌস, মজিদ উদ্দিন, মান্নান ও নবির উদ্দিনের স্ত্রী মর্জিনা দখলীয় সম্পত্তিতে দীর্ঘদিন ধনে ইটের পাকা বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছিল।
একই এলাকার মৃত বছির উদ্দীনের ছেলে আবুল কাশেম তার বাড়িতে যাওয়ার রাস্ত থাকলেও ওই বাড়ির মাঝখানদিয়ে সরাসরি রাস্ত নেয়ার দাবী জানে আসছে। এতে রাজি না হওয়ায় কাশেম তার সঙ্গীয়দের নিয়ে বাড়িটি ভেঙ্গে ফেলে রাস্তা নির্মানের নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাশেম প্রভাবশালী হওয়ায় স্থানীয় নেতা ও মহাদেবপুর থানার ওসিকে ম্যানেজ করে করছিলেন এসব অভিযোগ অসহায় পরিবারের।
এ নিয়ে দফায় দফায় স্থানীয়দের নিয়ে আলোচনা হলেও বসবাসকালী ওই পরিবার হতদরিদ্র ও অসহায় হওয়ায় তাদের কথা কর্ণপাত করেনা কেওই। অবশেষে এ বিষয়ে আদালতে একটি বাটোয়ারা মামলা করেন ওই পরিবার। মামলার পর বিবাদী ওই বসতবাড়ি ভাঙ্গার ব্যাপারে আরো বেপরোয়া হয়ে ওঠে।
এতে দিশেহারা হয়ে শেষ ভরসা হিসাবে গত শুক্রবার ৯৯৯ ফোন করে বিস্তারিত তুলে ধরেন মর্জিনার ছেলে মিলন। আর এতে রক্ষা পায় ওই অসহায় পরিবারের বসতবাড়ি। মহাদেবপুর থানা পুলিশও ভ’মিকা রাখতে শুরু করে বাড়ি রক্ষায়। অসহায় মহুর্তে ৯৯৯ এর সহযোগীতা পেয়ে ওই পরিবার এখন রয়েছে শুস্থিতে।
তবে শেষ পর্যন্ত বাড়িটি রক্ষা পেলেও বন্ধ হয়নি বিবাদীর বাড়ি ভেঙ্গে ফেলার হুমকি ধামকি। তাই এখনো আশংকায় রয়েছে ওই পরিবারটি পুলিশকি এমনি সহযোগীতা করবে নাকি আবারও দিবাদীর হয়ে দিবেন হুমকি ধামকি।


কোন মন্তব্য নেই