Header Ads

ফসলের সাথে শত্রুতা


নওগাঁ প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জের ধরে ৫ বিঘা জমির আমন ধান বিষ প্রয়োগে নষ্ট করেছে প্রতিপক্ষ। জেলার পোরশা উপজেলার ঘাটনগর(শাহ পাড়া) গ্রামের মোজাহারুল ইসলামের জমিতে দিনে দুপুরে ভাড়াটে লোক দিয়ে প্রতিপক্ষ মন্টু ও জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলাম পৈত্রিক সূত্রে প্রাপ্ত পোরশা উপজেলার ঘাটনগর মৌজার আর.এস-২৪৫ নং খতিয়ানের ২৩১৪ দাগ নম্বরের ১একর ৫৮শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। এ বছর ঐ জমিতে স্বর্ণা-৫ জাতের ধান রোপন করেন তিনি। গত ৪/৫ বছর আগে একই গ্রামের মন্টু ও জাহাঙ্গীর আলম ঐ জমির মালিকানা দাবি করতে থাকে। এ ব্যাপারে নওগাঁ আদালতে মামলা রয়েছে। কিন্ত হঠাৎ করে গত শনিবার সকালে মন্টু ও জাহাঙ্গীর উভয়ে প্রায় ৩০/৪০ জন ভাড়াটে লোক নিয়ে এসে ঐ জমিতে বিষ প্রয়োগ করে জমির ফসল নষ্ট করে ফেলে। 

এ ব্যাপারে জমির মালিক মোজাহারুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই গ্রামে গুঞ্জন শুনছিলাম জমি বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করবে। এই জন্য ঘটনার আগের দিন শুক্রবার পোরশা থানায় একটা অভিযোগ দায়ের করি। কিন্তু ঘটনার দিন পুলিশের সহযোগিতা চাইলে রহস্যজনক ভাবে পুলিশ অসহযোগিতা করে। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না। একটা জিডি নথিভ’ক্ত করেছে বলে জানিয়েছে। এই ফসল নষ্ট করায় আমি পরিবার পরিজন নিয়ে মহা বিপদে আছি। আমি এর সুষ্ঠ বিচার চাই। 

এ ব্যাপারে ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান, এই বিরোধপূর্ণ জমিটা নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে সমাধান করা সম্ভব হয়নি।এ ছাড়া আদালতে জমির মালিকানা নিয়ে মামলা রয়েছে। তারপরও বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা এটা কোন ভাবেই ঠিক হয়নি। ফসল নষ্টের সুষ্ঠু বিচার হওয়া উচিত।  

পোরশা থানার অফিসার্স ইন চার্জ মো: রফিকুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগ করে ফসল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পোরশা থানায় একটা জিডি করা হয়েছে। এই জিডির উপর ভিত্তি করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। আর পুলিশ সহযোগিতা করে নাই কথাটি সঠিক নয়।  ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল’#

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.