নওগাঁয় পুলিশ সুপারের সাথে সাম্প্রদায়িক সম্পৃতি সমন্বয় কমিটির মতবিনিময়
নওগাঁ প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁয় সাম্প্রদায়িক সম্পৃতি সমন্বয় কমিটির সহিত মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার ইকবাল হোসেন। রোববার রাত সাড়ে ৮টায় শহরের রাধাগোবিন্দ জিউ ঠাকুরবাড়ী (আখড়া) মন্দিরে নওগাঁ সদর মডেল থানা এর আয়োজন করে।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রয়, অধ্যক্ষ বজরাথ নাথ, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, কাউন্সিলর হাসান ইমাম তমাল ও একেএম নজমুল হক মন্টু, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বিভাষ মজুমদার, সম্পাদিকা মুন্নি শর্মা, কালীতলা মন্দির কমিটির সভাপতি নিরদ বরন চন্দন, আখড়াবাড়ি মন্দিরের সাধারন সম্পাদক অসিত কুমার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই।
অনুষ্ঠানে সনাতন ধর্মাম্বলীদের আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ন ভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কোন মন্তব্য নেই