Header Ads

মহাদেবপুরে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি।। প্রশাসন বলছেন কিছুই করার নেই আমাদের (ভিডিও)


নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ - মহাদেবপুর সড়কসহ বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রথচারি, ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। গতকাল বুধবার উপজেলার মহাদেবপুর নওগাঁ সড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা হয় হাতির চাঁদাবাজির । এ সময় বিষয়টি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজারুর রহমানকে জানালে তিনি পষ্ট জানিয়ে দেন তার কিছুই করার নেই।
স্থানীয়রা ও পথচারিরা বলেন, সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত দুজন মিলে একটি বড় হাতি দিয়ে এই সড়কে চাঁদাবাজি করা হচ্ছে। প্রত্যেক যানবাহন থেকে নেয়া হচ্ছে চাঁদা। গাড়ি ও মানুষের ধরণ দেখে হাতির চাঁদার পরিমান বৃদ্ধি পয়। চাহিদামত টাকা না পেলে ছাড়া হয় না কাওকে। ছোট খাটো যানবাহন থেকে কমপক্ষে ১০ টাকা করে আদায় করা হয়। দ্রুতগামি যানবাহনকে থামিয়ে তার সামনে দাঁড়ান, টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরানো হচ্ছে না। এভাবে টাকা আদায়ের কারণে নানা  সমস্যা হচ্ছে পথচারিদের। এমন কি হাতির ভয়ে দ্রুত রাস্তা থেকে নিচে নামতে ও গাড়ি থামতে দূর্ঘটনার কবলে পড়ছেন অনেকে। আর এসব থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা পথচারিরা। 
বিষয়টি মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজারুর রহমানকে জানালে তিনি বলেন, আমার কি করার আছে বলেন? আমার কিছুই করার নেই। আপনার কিছু করার থাকলে করেন। এই বলে মোবাইল ফোন রেখে দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.