নওগাঁয় মোহন নামের এক ট্রাক্টর চালকের আগুনে পুড়ে মৃত্যু (ভিডিও)
নওগাঁ : নওগাঁ সদর উপজেলার পারবাকাপুর গ্রামের বসত বাড়ীতে আগুন লেগে মোহন (২২) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
সোমবার ( ১৩ আগষ্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের লুৎফর রহমানের পুত্র।
গ্রামবাসী সুত্রে জানা গেছে, মোহন প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তিনি একাই বাড়ীতে ছিলেন। তার স্ত্রী শ্বশুড় বাড়ীতে ছিলেন। সকালে প্রতিবেশীরা দেখতে পায় আগুন লেগে পুরো বাড়ির সাথে তার পুরো শরীল পুড়ে মারা গেছে। কি কারনে আগুন লেগেছে তা কেহ বলতে পারছে না।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ও নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বিষয়টি খতিয়ে না দেখে কিছুই বলতে পারবেন না বলে জানান তারা।
y„
কোন মন্তব্য নেই