আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে আফরিন সুলতানা (১৪) নামে এক স্কুল স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আফরিন সুলতানা শাহাগোলা গ্রামের আঙ্গুর হোসেনের মেয়ে। সে শাহাগোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।
রবিবার (৮ জুলাই) ভোর রাতে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে শাহাগোলা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে রেল লাইনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে ঘটনা ঘটল তার খোঁজ খবর নেওয়া হচ্ছে এছাড়াও বিষয়টি আত্মহত্যা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই