নওগাঁয় সপ্তাহব্যপী বৃক্ষমেলা শুরু হয়েছে
নওগাঁ : নওগাঁয় সপ্তাহব্যপী বৃক্ষমেলা শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় নওগাঁ নওযোয়ান মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যপী এই বৃক্ষমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তা আহম্মেদ। । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এ কে এম রুহুল আমিন।
মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষসহ ব্যক্তিমালিকানাধীন প্রায় ৪০টি ষ্টলে ফলদ, বনজ, ঔষধী গাছের চারাসহ নানারকম ফুলের চারা বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।
কোন মন্তব্য নেই