Header Ads

নওগাঁয় ফুটবলে মাতালেন মিডিয়া কর্মিরা


নওগাঁ: মাঠে বল গড়ালেন নিজেরা মাতলেন গ্যালারীতে থাকা দর্শকদের মাতালেন নওগাঁর মিডিয়া পাড়ার সংবাদ কর্মিরা

নওগাঁ সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা খেলায় প্রিন্ট বনাম ইলেক্ট্রনিক মিয়ার সংবাদ কর্মিরা অংশ নেন শুক্রবার বিকেল সাড়ে  টায় ফুটবলম্যাচের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য  জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোআব্দুল মালেক

খেলায় - গোলে প্রিন্ট মিডিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে প্রধান অতিথি দুদলের মাঝে পুরষ্কার বিতরন করেন অনুষ্ঠানে সভাপতিত্বকরেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোকায়েস উদ্দিন এসময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তারশিক্ষা  ক্রীড়া বিদ শরীফুল ইসলামখাঁনসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন

প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে কয়েকদিন ধরেই প্রস্তুতি চলছিলো সাজসাজ রব ছিলো নওগাঁ সরকারী কলেজ মাঠ  মিডিয়া পাড়ায় খেলায় উভয় দলের ১১জন করে খেলোয়াড় অংশ নেয়

৬০ মিনিটের খেলায় প্রথমার্ধের ২৮ মিনিটে প্রথম গোলটি করে প্রিন্ট মিডিয়ার খেলোয়াড়রা দ্বীতিয়ার্ধের  ১২ মিনিট  ১৭ মিনিটে পর পর দুটি গোল করেজয় নিশ্চিত করেন তারা খেলা পরিচালনা করেন বিএফএফ এর রেফারী একে আজাদ উত্তেজনাপূর্ণ খেলায় মিডিয়া কর্মিরা যেমন নিজেরা উৎসাহউদ্দীপনায় ভেসেছেন তেমনি ম্যাচটি উপভোগ করতে মাঠে দর্শকের ছিলো উপচে পড়া ভীর

প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে ওই দিন রাতে সুধিজনদের নিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.