নওগাঁর মহাদেবপুরে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন
নওগাঁ: মহাদেবপুরে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২জুন) দুপুরে নব নির্মিত ষ্টেশন চত্বরে উদ্বোধনী ফলক উন্মোচনের করেন স্থানীয় এমপি মো: সলিম উদ্দিন তরফদার।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাথেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোবারক হোসেন।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম, সহকারী পরিচালক আহসানুল কবির, নওগাঁর উপসহকারী পরিচালক একেএম মুরশেদ, ষ্টেশন অফিসার মইনুর রহমান, মহাদেবপুর উপজেলার নতুন ষ্টেশন ইনচার্জ রোস্তম আলী প্রমূখ বক্তব্য রাখেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনের অংশ হিসেবে মহাদেবপুরে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে এই ষ্টেশনটি নির্মান করা হয়। ষ্টেশনটি চালু হবার মধ্যদিয়ে এলাকায় যে কোন দুর্যোগ, দূর্ঘটনা ও প্রতিকূল অবস্থা প্রতিরোধ-মোকাবেলায় সাধারন মানুষ সহজেই ফায়ার সার্ভিসের সেবা পাবে।
অনুষ্ঠানে নতুন ষ্টেশনটির ফোন নম্বর সর্বস্তরের জন্য উন্মুক্ত করা হয় ও সপ্তাহব্যাপী প্রচারাভিযান শুরু করা হয়।
আলোচনা সভায় ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই