Header Ads

এসিল্যান্ড পদ শূন্য বিড়ম্বনায় আত্রাইয়ের ভূমি মালিকরা


নাজমুল হক নাহিদ, আত্রাই. নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় বছরের পর বছর ধরে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) পদ শূন্য রয়েছে।  জনগুরুত্বপূর্ণ এ পদটি গত কয়েক বছর ধরে শূন্য থাকায় ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘিœত হচ্ছে।  ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার জনগনের। এ উপজেলায় প্রায় ২ লক্ষ মানুষের বসবাস। অবিলম্বে পদটি পূরণের দাবি জানিয়েছেন এ উপজেলার ভূমি মালিকেরা।

তথ্যঅনুসন্ধানে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৫আগষ্ট তৎকালীন এসিল্যান্ড নূর উদ্দিন আল ফারুক বদলি হয়ে চলে যান। এরপর থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসিল্যান্ড পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। মাঝে দুই বছর আগে এসিল্যান্ড নিয়োগ হলেও আবার প্রায় গত দুই বছর অতিবাহিত হলেও এখনও এ উপজেলায় নতুন কোন এসিল্যান্ড নিয়োগ দেওয়া হয়নি। ফলে উপজেলার জমি সংক্রান্ত জনগুরুত্বপূর্ণ কার্যক্রম জমির নামজারী (খাজনা-খারিজ) এবং জমিজমা সংক্রান্ত কাজে আসা মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক  কার্যক্রম।

ভূক্ত ভোগীদের অভিযোগ, এসিল্যান্ড পদ শূণ্য রয়েছে এর উপর গত প্রায় দু মাস যাবৎ ইউএনও পদও শূণ্য রয়েছে। একারণে বিভিন্ন প্রকার ফাইল বন্দি রয়েছে। তাছাড়া ভূমি অফিসটির স্বাভাবিক কাজকর্মে নানান জটিলতার মধ্যে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক কার্যক্রম।

জমি সংক্রান্ত কাজে আসা ভবনীপুর গ্রামের নাসির উদ্দিন জানান, আমি গত কয়েক মাস ধরে নামজারী (খারিজ) ও জমিজমা সংক্রান্ত কাজে দিনের পর দিন ঘুরছি এসিল্যান্ড না থাকায় আমার কাজও সম্পন্ন হচ্ছে না।

এদিকে উপজেলার সচেতন মহলের দাবি উপজেলার জনগণের ভোগান্তির কখা বিবেচনা করে অতি দ্রুত উর্ধতন কর্তৃপক্ষ এ উপজেলায় এসিল্যান্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিবেন। #


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.