নওগাঁয় পরিবেশ দুষনের প্রতিবাদে বাপার মানব বন্ধন (ভিডিও)
বরেন্দ্র ডেক্স : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুরসহ সারা দেশে কৃষি জমিতে ইটভাটা নির্মান, অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন ও নদী দুষন, বয়লারের ছাই এবং বর্জ্যে পরিবেশ দুষনের প্রতিবাদে নওগাঁ মানব বন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা শাখা।
সোমবার (৭ মে) সকালে শহরের মুক্তির মোড়ে নওজোয়ান মাঠের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কমৃসুচী পালন করে।
মানব বন্ধন চলাকালে বাপার নির্বাহী সদস্য বিন আলী পিন্টুএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাপার সদস্য এ্যাডঃ ডি,এম আব্দুল বারী, বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবির জেলা সভাপতি এ্যাডঃ মহসীন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে আধাইপুরসহ সারা দেশে কৃষি জমিতে ইটভাটা নির্মান, অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন ও নদী দুষন, বয়লারের ছাই এবং বর্জ্যে পরিবেশ দুষন যাতে না হয় সে ব্যবস্থা নেয়ার দাবী জানান প্রশাসনের নিকট।
কোন মন্তব্য নেই