নওগাঁয় মোটর সাইকেল ভটভটির সংঘর্ষে ১ স্কুল ছাত্রের মৃত্যু ২ জন আহত
নওগাঁ: নওগাঁয় ভটভটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিলয়ের (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
এ দূর্ষটনায় আরো দু’জন আহত
হয়েছে।
শুক্রবার
(৪ মে) রাত সাড়ে ৮ টার দিকে
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিলয়
শহরের মাস্টারপাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে। তিনি নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন একই মহল্লার রানা হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬) ও সদরের বরেন্দ্র অফিস এলাকার জমসেরের ছেলে সাদমান (১৬)। দু’জনেই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
বিকেলে
মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নিলয়সহ তিন
বন্ধু। শহরের বাইপাস ব্রিজ এলাকা থেকে সান্তাহার যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ওই ভটভটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিলয়ের ডান পা হাঁটু থেকে
আলাদা হয়ে যায়।
স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
নওগাঁ
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ.কে.সাজু।
নওগাঁ।
কোন মন্তব্য নেই