নওগাঁয় দের শতাধিক নাম সর্বস্ব ক্লিনিক ডায়গনিষ্টিক সেন্টার অপচিকিৎসায় প্রান হারাচ্ছেন রোগীরা
এম আর রকি নওগাঁ:
নওগাঁয় চিকিৎসার নামে সর্বস্ব ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে প্রতারনার শিকার হচ্ছে সাধারন মানুষ। প্রয়োজনীয় ডাক্তার অবকাঠামো ও বৈধ কাগজ পত্র না নিয়ে ক্লিনিক, ডায়গনিষ্টিক সেন্টার গড়ে তোলার প্রতিযোগিতা চলছে এ জেলায়। এসব ক্লিনিকে অপচিকিৎসার শিকার হয়ে রোগীর মৃত্যু ঘটনা ঘটছে মাঝে মধ্য । চিকিৎসার নামে এ প্রতারনা বন্ধ করতে ভুক্তভুগীরা জোর দাবী করেও মিলছে না প্রতিকার ।
ডাক্তারী কোন সার্টিফিকেট নেই, নেই কোন পুর্ব অভিজ্ঞতা একটি বাসা ভাড়া নিয়ে বড় একটি নজর কাড়া সাইনবোর্ড ঝুলিয়ে ক্লিনিকে অথবা ডায়গনিষ্টিক সেন্টারের নাম দিয়ে চলছে নওগাঁয় চিকিৎসার নামে প্রতারনা। বড় অংকের কমিশনে অসাধু ডাক্তারের প্রেসক্রিপসনে এসব ডায়গনিষ্টিক সেন্টারে পরিক্ষার নামে নেওয়া হয় বিপুল অংকের টাকা। এ ছাড়া ক্লিনিকে নেই পর্যাপ্ত অবকাঠামো, ও দক্ষ ডাক্তার । কিছু দ্বালালের মাধ্যমে এসব ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারে আনা হয় রোগীদের। এসব ক্লিনিকে অপচিকিৎসায় গত ৪ মাসে শহরে মারা গেছে ৫ জন রোগী। সম্প্রতি এক ক্লিনিকে টনসিল অপারেশন করতে আসা এক শিশুকে অতিমাত্রায় এনেসথিয়া প্রয়োগ করায় তার মৃত্যু হলে ক্ষুদ্ধ হয়ে উঠে এলাকা বাসী। ভুক্তভুগীরা বলছেন প্রশাসন এসব ব্যাপারে শক্ত কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতারিত হচ্ছে সাধারন মানুষ । শহরের দুবল হাটি এলাকার বাসিন্দা খোরশেদ আলম, দয়ালের মোড় এলাকার সাইফুল ইসলাম বলেন এসব ক্লিনিকের টেস্ট নিয়ে রয়েছে বিভ্রান্তি । ডায়গনিষ্টিক সেন্টার গুলোতে যে সব পরিক্ষা করা হয় অন্য কোন যায়গায় গেলে তা মিলে না ।
নাম সর্বস্ব এসব ক্লিনিকে মাঝে মধ্যে অভিযান চালিয়ে জরিমানা করা হলেও বন্ধ হয়না অপতৎপতা ।
ক্লিনিক মালিক সমিতির এ নেতা বলছেন মানহীন ক্লিনিক বন্দের জন্য তাগিদ দিয়ে কাজ হচ্ছে না । জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারন সম্পাদক মো: আতাউর রহমান বলেন, আগে ক্লিনিক তৈরি করে পরে লাইসেন্স নেওয়া হয় যা বে আইনী, তিনি স্বীকার করে জেলায় এখনো অনেক নাম সর্বস্ব ক্লিনিক রয়েছে যার ফলে ভাল ক্লিনিক গুলো বদনামের শিকার হচ্ছে । এসব বন্ধ করতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন ।
নাম সর্বস্ব এসব ক্লিনিকে মাঝে মধ্যেই অপ-চিকিৎসার শিকার হয়ে প্রান হারাচ্ছেন রোগীরা ।এসব ঘটনায় থানায় মামলা করছে কেউ কেউ । সম্প্রতি শাহ নর্সি হোম এন্ড ডায়গনিষ্টিক সেন্টারে এক শিশুকে অতিমাত্রায় এনেসথিশিয়া প্রয়োগ করায় তার মৃত্যু হয় । ঐ শিশুর পিতা নওগাঁ সদর থানায় একটি মামলা করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে ।
নওগাঁ সদর থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, মানহীন ক্লিনিকে অপ চিকিৎসার শিকার হয়ে অনেকেই মামলা করেছে বিষয় গুলো তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।
ক্লিনিকের লাইসেন্স বানিজ্যর পিছনে জেলা সিভিল সার্জনের ইন্ধন আছে এমন অভিযোগ দীর্ঘ দিন থেকে আসছে । নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মো: মোমিনুল ইসলাম বলেন, মানহীন ক্লিনিক গুলোতে মাঝে মধ্যেই অভিযান চালানো হয় । আগামীতে এমন নজরদারী আরো বাড়ানোর আশ^াস তার ।
তথ্যমতে নওগাঁর ১১ টি উপজেলায় ৭৮ টি ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টারের বৈধ কাগজ পত্র রয়েছে । কিন্ত ১৫০ টি ক্লিনিক ও ডায়গনিষ্টিক সেন্টার কার্যক্রম চালিয়ে আসছে ।
গ্রামের প্রান্তিক মানুষ চিকিৎসার জন্য শহরে এসে মানহীন এসব ক্লিনিকে প্রতারনার শিকার হচ্ছে । ভুক্তভুগীরা এ ক্ষেত্রে প্রশাসনের শক্ত নজরদারী আশা করছেন- এম আর রকি সময় সংবাদ নওগাঁ
কোন মন্তব্য নেই