নওগাঁয় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
নওগাঁ : নওগাঁয় কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ৩০টি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নির্মিত এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওসমান গণি, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
মোট ২৯ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ এই প্রকল্পটি নির্মান করেছে।
কোন মন্তব্য নেই