Header Ads

নওগাঁয় ১ লাখ ২০ হাজার টাকা মুল্যের গাঁজা উদ্ধার করেছে পুলিশ

নওগাঁ সংবাদদাতা


নওগাঁ : নওগাঁয় ১ লাখ ২০ হাজার টাকা মুল্যের ৮ কে জি গাঁজ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। বাংলাদেশ পুলিশ প্রধানের নির্দেশনায় ১লা রমজান হ’তে ১০ রমজান পর্যন্ত মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর সাড়ে ৪টায় সদর উপজেলার মাগুড়া গ্রামে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে ঐ গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের পুত্র মোঃ সেকেন্দার হোসেনের বাড়িতে অভিযান নচালিয়ে পলিথিনে জড়ানো পেটিযুক্ত একটি চটের বস্তার মধ্যে রক্ষিত উক্ত ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক মুঃ ফয়সাল বিন আহসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে নওগাঁ সদর থানায় আয়োজিত  এক প্রেস ব্রিফিং-এ তথ্য প্রদান করা হয়েছে।

এ ব্যপারে নওগাঁ সদর মডেল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিলের ৭ (খ) ধারায় একটি মামলা দায়ের হয়েছে যার নং ৪৫ তারিখ ১৮-০৫-১৮ইং। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.