রাণীনগরে স্কুল ছাত্রীকে দু’দিন ধরে আটক রেখে ধর্ষন করলেন চাচা
বরেন্দ্র ডেক্স : নওগাঁর রাণীনগরে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুই দিন ধরে হোটেলে আটকে রেখে ধর্ষণের পর রাস্তার
পাশে ফেলে দিয়ে যায় বখাটে চাচা সিরাজুল ইসলাম ।
ঘটনার পর বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন ওই স্কুল ছাত্রী। এখন সে হাসপাতালের বিছানায়
ছটপট করছে অসহনীয় যন্ত্রনায়। এ বিষয়ে ওই ছাত্রীর বড় ভাই বাদী হয়ে রাণীনগর থানায় একটি
মামলা দায়ের করলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত ১৩ মার্চ স্কুলে যাবার সময় রাস্তা থেকে জোরপূর্বক সিএনজিতে তুলে অচেতন করে
নিয়ে যায় স্থানীয় বখাটে ৪৩ বছর বয়সী চাচা সিরাজুল ইসলামসহ তার সঙ্গীরা। বগুড়া শহরের একটি হোটেলে আটকে রেখে দুই দিন ধরে ধর্ষণ করে। গত ১৫ মার্চ সিরাজুল ইসলাম ওই স্কুল ছাত্রীকে এলাকায় নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।
ঘটনার
পর থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় রয়েছেন ওই ছাত্রী। চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলেও
বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন নির্যাতিত ওই ছাত্রী।
সিরাজুল ইসলামের বড় ভাই বলছেন তার ভাই তার কাছে ঘটনাটি অস্বীকার করেছেন। আর
তিনিও নিজ চোখে কিছু দেখেনি তাই নিশ্চিৎ করে কিছু বলতে পারছেন না তিনি।
স্কুল ছাত্রী নির্যাতনের ঘটনায় ১৭ মার্চ সিরাজুল ইসলামসহ দুই জনের নাম উল্লেখ করে
থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হলেও এখনও আসামী গ্রেফতার করতে পারেনি
পুলিশ।
অভিযুক্ত
সিরাজুল ও তার সহযোগীদের গ্রেফতার করে কঠর শাস্তির দাবী করেছে তার স্বজন ও এলাকাবাসী।


কোন মন্তব্য নেই