Header Ads

নওগাঁয় তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : ফিতা কাটা, ফেষ্টুন উড়ানো ও আলোচান সভার মধ্যে দিয়ে নওগাঁয় তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা’র এটুআই প্রোগ্রামের মহা-পরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শহরের পিটিআই স্কুল চত্বরে এর শুভ উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নিমিত্তে এই মেলার আয়োজন করেন। মেলায় প্রায় ৫৫টি ষ্টল অংশ গ্রহন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.