প্রিয়ার ঝড় তোলা ভিডিও'র বিরুদ্ধে থানায় অভিযোগ
মালায়লাম ছবির
নবাগত নায়িকা
প্রিয়া প্রকাশ
ওয়ারিয়ারের দুই
চোখের ইশারায়
সামাজিক যোগাযোগ
মাধ্যম মাত
করা ঝড়
না থামলেও
তার বিরুদ্ধে
মুসলিম ভাবাবেগে
আঘাত করেছে-এমন অভিযোগে উঠেছে।
এরই মধ্যে
পুলিশের দ্বারস্থ
হয়েছেন হায়দরাবাদের
কয়েকজন যবুক।
হায়দরাবাদের তরুণ
মোহম্মদ আবদুল
মুকিদ খান
ও তার
বন্ধুদের দাবি,
প্রিয়ার যে
গান নিয়ে
এত হইচই,
সেটায় মুসলিমদের
ভাবাবেগে আঘাত
করা হয়েছে।
এই অভিযোগে
তিনি পুলিশের
দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় এক
সংবাদমাধ্যমে মুকিদ
বলেছেন, আমি
ইউটিউবে ভিডিওটি
দেখেছি। দেখে
ভালো লাগায়
ডাউনলোড করে
রেখেছি। বারবার
দেখার পর
গানের কথাগুলো
বোঝার চেষ্টা
করি। কিন্তু
গানটি মালয়ালাম
ভাষায় তাই
প্রথমে বুঝতে
পারিনি। শেষে
অনুবাদ করার
পর গানের
কথা স্পষ্ট
হয়। তখন
বুঝতে পারি
এট গানে
'প্রফেট' হযরত
মোহাম্মদকে (স.)
অবমাননা করা
হয়েছে। গানের
কথা মুসলিমদের
ভাবাবেগে আঘাত
করছে।
ইতোমধ্যে মুকিত
‘অরু আদার
লাভ’ ছবির
পরিচালক ওমর
লুলু, সংগীত
পরিচালক শান
রহমান, গায়ক
বিনীত শ্রীনিবাসন
ও অন্যতম
অভিনেত্রী প্রিয়া
প্রকাশ ওয়ারিয়রের
নামে অভিযোগ
দায়ের করেছেন।
এদিকে হলফনামা
থানার সহকারী
পুলিশ কমিশনার
সৈয়দ ফিরোজ
জানান, তারা
অভিযোগ পেয়েছেন।
কিন্তু বাদী
অভিযোগের সঙ্গে
গানের কোনো
ভিডিও জমা
দেননি বলে
এখনো মামলা
দাখিল করা
হয়নি। এ
বিষয়ে ‘অরু
আদার লাভ’
ছবির শিল্পী
বা কলাকুশলী
এখন পর্যন্ত
কোনো মন্তব্য
করেননি।
এরই মধ্যে
ইন্টারনেট সেনশেসন
প্রিয়ার ইনস্টাগ্রামে
এক দিনে
৬ লাখের
বেশি ফলোয়ার
বেড়েছে। গোটা
বিশ্বে এই
রেকর্ড ছোঁয়ায়
তৃতীয় সেলিব্রেটি
প্রিয়া।
এ বিতর্কের
আগেই মুক্তি
পেয়েছে প্রিয়ার
নতুন ভিডিও।
প্রথম ভিডিও'তে প্রেমিকের উদ্দেশ্যে
চোখ মেরে
ঝড় তুললেও
এবার চুম্বন
ও ভালোবাসার
বুলেট বিঁধিয়ে
দিয়েছেন অনস্ক্রিন
প্রেমিকের বুকে।
যথারীতি এ
ভিডিও নিয়েও
শুরু হয়েছে
তুমুল আলোড়ন।
কোন মন্তব্য নেই