Header Ads

নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা দাবীতে মানববন্ধন



বরেন্দ্র ডেক্স : নওগাঁয় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সহ সম্প্রতি স্বাধীনতা নার্সেস পরিষদ নওগাঁর সভাপতি সিনিয়র স্টাফ নার্স নাজনিন সুলতানাকে হয়রানি মূলক বদলির আদেশ স্থগিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখা, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়ন ও সু-শাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আছলাম শেখ, মনোয়ার হোসেন রাজু, অর্থ সম্পাদক সমসের আলী, সুজনের ভারপ্রাপ্ত সভাপতি মোজাফ্ফর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ আলী, জেলা ধান্য বয়লার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শাহিন মন্ডল, সাধারন সম্পাদক রেজাউল ইসলামসহ প্রমূখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.