Header Ads

ধামইরহাটে শিক্ষার্থী ও পথচারীকে ব্যতিক্রমী ট্রাফিক সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবসেবা’

 
মেহেদী হাসান উজ্জল, ধামইরহাট : রাস্তায় বের হওয়া সকল পথচারীই জীবনের ঝুকি নিয়ে প্রতিটি সময় পথ চলাচল করে থাকে। আতংক  পিছু ছাড়েনা কখন  যেন পেছন থেকে কেউ  বুঝি ধাক্কা দিল! পিতা-মাতার আতংক, আমার স্কুলগামী  ছেলে-মেয়েটা নিরাপদে স্কুল  থেকে বাড়ী ফিরবে কি না, প্রতিটি মানুষের এমন ধ্যানধারনা স্বাভাবিক। সেই সব ধারনাকে মুছে দিতে নওগাঁর ধামইরহাটে ছেলে-বুড়ো, বয়বৃদ্ধ, স্কুল শিক্ষার্থী, যানবাহনসহ বিভিন্ন কাজে ট্রাফিকের ভূমিকায় অবদান রাখছে  স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা। ধামইরহাট উপজেলার সর্ববৃহৎ হাটবার রবিবারে প্রায় অর্ধ লক্ষাধিক  লোকের সমাগম ঘটে, যে কারণে রাস্তায় সৃষ্টিহয় যানজট। আর এই যানজট নিরসনে পুলিশের পাশাপাশি ভূমিকা রাখছে সামাজিক সংগঠন মানবসেবা। স্কুলগামী শিক্ষার্থীদের হাত ধরে রাস্তা পারাপারে সহযোগিতা,  সড়ক দূর্ঘটনা রোধে হাতে লাল ফ্লাগ নিয়ে রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক সেবা প্রদান দৃষ্টি কেড়েছে উপজেলা প্রশাসন ও জনসাধারনের। যদিও ধামইরহাটে নিরাপদ সড়ক চাই এর কমিটি বিদ্যমান, কিন্তু বাস্তবে রাস্তায় দৃশ্যমান কোন ভূমিকা না রাখায় ক্ষুব্ধ এলাকাবাসী।

সংগঠনের সভাপতি  রাসেল মাহমুদ বলেন, আমাদের সংগঠন সৃষ্টির মুল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা প্রদান করা, আমরা এতিম,অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছি, ভিক্ষুক পূনর্বাসন  করছি, এছাড়াও ধামইরহাট উপজেলায় সড়কে যাতে আর কারও প্রাণ অকালে না ঝড়ে  সে লক্ষেই আমরা রবিবার হাটের দিন এই ট্রাফিক  সেবা প্রদান করে যাচ্ছি।

এ বিষয়ে ধামইরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব আলম জানান, পুলিশই জনতা-জনতাই পুলিশ, আইনশৃঙ্খলার পাশাপাশি সড়কে দুর্ঘটনা রোধে পুলিশ-প্রশাসনের সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবার কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বরেন্দ্র নিউজকে বলেন, আইন,বিচার, মিছিল-মিটিং ও সমাবেশ করে সড়ক দূর্ঘটনা রোধ করা কষ্টকর, তাই মানুষকে সচেতন করতেন মানবসেবা সংগঠন অন্যতম ভূমিকা রাখছে, তবে মানবসেবা সংগঠনের মত আরও অন্যান্য সংগঠনগুলো যদি এইরুপ ভূমিকা রাখে এবং সাধারণ মানুষ সচেতন হয়, কেবলমাত্র তাহলেই সড়ক দূর্ঘটনা রোধ সম্ভব।

উল্লেখ্য সম্প্রতি ধামইরহাটে রবিবার হাট বারে উপজেলা প্রশাসনের প্রধান ফটকে ভুটভুটির চাপায় এক বৃদ্ধার মৃত্যুহলে নিজ উদ্যোগে হাটের দিনে ট্রাফিক সেবার উদ্যোগ গ্রহণ করেন মানুষের  সেবা দানকারী সংগঠন মানবসেবা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.