Header Ads

নওগাঁয় মেডিক্যাল কলেজ অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা র‌্যালী


নওগাঁ: নওগাঁয় একটি মেডিক্যাল কলেজ অনুমোদন দেয়ায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ পৃথক পৃথক কৃতজ্ঞতা র‌্যালী বের করে। আগষ্ট শোকের মাস হওয়ার কারনে আনন্দ র‌্যালী না করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা র‌্যালী বের করা হয়।
আজ বিকাল সাড়ে ৪টায় জেলা স্কুল চত্বর থেকে বের করা হয় জেলা প্রশাসনের র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে এসে শেষ হয়। পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
অপরদিকে স্বাস্থ্য বিভাগের র‌্যালীটি সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে জেলা স্কুলে এসে জেলা প্রশাসনের র‌্যালীর সাথে যুক্ত হয়ে শহর প্রদক্ষিন করে।
অপরদিকে জেলা আওয়ামীলীগের কৃতজ্ঞতা র‌্যালীটি বের হয় দলীয় কার্যালয় থেকে। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। এ সময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.