Header Ads

পুলিশ বেষ্টনীর মধ্যে নওগাঁয় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত (ভিডিও)



নওগাঁ : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবৈধ ভাবে জেলে আটকে রাখার প্রতিবাদে নওগাঁয় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। 

পরে পুলিশ বেষ্টনীর মধ্যে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম রানা,  জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.